বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ (মুক্তিযুদ্ধ) একটা আবেগ অনুভূতির নাম, একটা বেদনা বিঁধুর দাবি আদায়ের ইতিহাসের কালোঅধ্যায়ের ঐতিহাসিক সমাপ্তির নাম। কোটি কোটি স্বপ্নের বিসর্জনের নাম। এই বাংলাদেশ হঠাৎ করেই জন্ম হয়নি। তার পিছনে রয়েছে দীর্ঘ শোষণ নিপীড়ন নির্যাতন বৈষম্য আর বঞ্চনার ইতিহাস। আর এ মুক্তিযুদ্ধের মধ্যে দিয়ে জন্মলাভ করে স্বাধীন সার্বভৌম বাংলাদেশ নামক ভূ-খন্ডের। যাঁরা ভবিষৎ প্রজন্ম এবং শোষণ মুক্ত বাংলাদেশের জন্য এতো বড় আত্মত্যাগ করলো আমরা তাঁদেরকে বীর মুক্তিযোদ্ধা, শহীদ বীর মুক্তিযোদ্ধা এবং বীরাঙ্গনা বলে সম্বোধন করি।