উদ্দেশ্য:
আমাদের দেশে বসবাসের জন্য বিভিন্ন পেশাজীবী লোকদের আলাদা আলাদা আবাসন বাসস্থান রয়েছে, যেমন আর্মিদের জন্য ডি ও এইচ এস, নেভী হাউজিং, পুলিশদের জন্য পুলিশ হাউজিং, ব্যাংকার হাউজিং ইত্যাদি এবং বিশেষ ব্যক্তিদের জন্য উত্তরা, পূর্বাচল সুপরিকল্পিত নগরী। সেই ধারাবাহিকতায় মুক্তিযোদ্ধা গবেষণা ও কল্যাণ ট্রাস্ট। বীর মুক্তিযোদ্ধা, শহীদ বীর মুক্তিযোদ্ধা, বীর মুক্তিযোদ্ধাদের সন্তান, নাতি/নাতনী,পোষ্যদের ও অন্যান্য পেশাজীবীদের কল্যাণের জন্য “মুক্তিযোদ্ধা র্সিটি” নামে পূর্বাচলে সুপরিকল্পিত ভাবে একটি স্যাটেলাইট টাউন গড়ে তোলার জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছে। ইতোমধ্যে এই সিটি নির্মাণের জন্য ১১০০ বিঘা জমি নির্ধারণ করা হয়েছে।